ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
১ |
টেলিফোন সংযোগ |
সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান-এর কার্যালয়ে আবেদন করতে হবে। চাহিত ঠিকানায় সংযোগ প্রদান সম্ভব হলে চাহিদাপত্র প্রদান করা হবে। সংযোগ মূল্য প্রদানের পর উপদেশ পত্র জারী করে সংযোগ প্রদান করা হবে। |
১) আবেদনপত্র ওয়েবসাইট বা সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান এর দপ্তরে পাওয়া যাবে। ২) ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে ৪ কপি সত্যায়িত ছবি। ৩) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৪) কোম্পানী/ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডলইসেন্স এর সত্যায়িত ফটোকপি। ৫) ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে জমির দলিল/ ভাড়া’র চুক্তিনামার সত্যায়িত ফটোকপি। |
২ |
টেলিফোন স্থানান্তর |
সহকারী প্রকৌশলী টেলিকম বান্দরবান বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। |
১. আবেদনপত্র ওয়েবসাইট বা সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান এর দপ্তরে পাওয়া যাবে। ২. পূর্বের চাহিদাপত্র (ডিমান্ডনোট), ৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৪. কোম্পানী/ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডলইসেন্স এর সত্যায়িত ফটোকপি। ৫. ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে জমির দলিল/ ভাড়া’র চুক্তিনামার সত্যায়িত ফটোকপি। |
৩ |
নাম/ঠিকানা পরিবর্তন/ পুনঃ সংযোগ |
সহকারী প্রকৌশলী টেলিকম বান্দরবান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। |
১. ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে ৪ কপি সত্যায়িত ছবি। ২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৩. কোম্পানী/ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডলইসেন্স এর সত্যায়িত ফটোকপি। ৪. ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে জমির দলিল/ ভাড়া’র চুক্তিনামার সত্যায়িত ফটোকপি। ৫. পূর্বের চাহিদাপত্র (ডিমান্ডনোট) ৬. বিল বকেয়া নাই মর্মে রাজস্ব অফিসের প্রত্যয়নপত্র। ৭. নাম পরিবর্তনের ক্ষেত্রে নোটারী পাবলিক এর প্রত্যয়ন পত্র। |
৪ |
এডিএসএল ইন্টারনেট |
সহকারী প্রকৌশলী টেলিকম বান্দরবান বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। একটি লাইনের বিপরীতে একটি ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। |
১. আবেদনপত্র ওয়েবসাইট বা সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান এর দপ্তরে পাওয়া যাবে। ২. ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে ৩ কপি সত্যায়িত ছবি। ৩. টেলিফোন বিল/চাহিদাপত্রের ফটোকপি। |
|
লিজড লাইন ইন্টারনেট |
সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান বরাবরে ৩টি নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র অত্র দপ্তরে বা ওয়েব সাইটে পাওয়া যাবে। সেই সাথে চুক্তি পত্র পুরণ করতে হবে। সরকারী/আধাসরকারী প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে ২ এমবি এবং বেসরকারীভাবে নেওয়া হলে কমপক্ষে ৫ এম বি সংযোগ নিতে হবে। |
আবেদন পত্র, চুক্তিনামা ও টেলিফোনের চাহিদা পত্রের অনুলিপি, বেসরকারীভাবে নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র। |
৫ |
ত্রুটি নিষ্পত্তি |
টেলিফোন হতে “১৭/১৮” এবং মোবাইল হতে ০৩৬১-৬৩৬৪৪/ ৬২২৮৮ নাম্বারে অভিযোগ দেয়া যাবে। |
প্রযোজ্য নয় |
৬ |
আই এস ডি সুবিধা প্রদান |
সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান বরাবরে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। |
আবেদন পত্র, চুক্তিনামা, জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের কপি এবং বৈদেশিক যোগাযোগের প্রয়োজনীতার স্বপক্ষে যথাযথ তথ্যাদি। |
৭ |
টেলিফোন Lock, Unlock, NWD, ISD সুবিধা প্রদান/প্রত্যাহার/ গ্রাহকের আবেদন সাপেক্ষে সাময়িক বিচ্ছিন্ন করণ/ পুনঃ সংযোগ প্রদান |
সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান বরাবরে আবেদন করতে হবে।সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান বরাবরে আবেদন করতে হবে। |
পরিশোধিত বিলের ফটোকপি |
৮ |
টেলিফোনের বহিঃর্গামী কলের বিস্তারিত কল বিবরণী গ্রহণ |
কল সম্পন্ন হওয়ার ৬ মাসের মধ্যে সহকারী প্রকৌশলী টেলিকম, বান্দরবান বরাবরে আবেদন করতে হবে। |
পরিশোধিত বিলের ফটোকপি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস