১। বিটিসিএল বর্তমানে বিভাগীয় শহর গুলোতে আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি GPONএর মাধ্যমে ট্রিপল প্লে সার্ভিস চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টেলিফোন, উচ্চগতির ইন্টারনেট,IPTV ভিডিও,অনলাইন গেইমিং ইত্যাদি সার্ভিস পাওয়া যায়। বর্তমানে GPON এর মাধ্যমে 2,4,6 ,10 Mbps ইন্টারনেট সংযোগ প্রদান করা হচ্ছে।
২। বাংলাদেশের সকল উপজেলায় এবং বিভিন্ন ইউনিয়নে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাক্স/ এমএসপিপি প্রভৃতি ইকুইপমেন্ট বসানো কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস